শনিবার, ২৪ জুলাই, ২০২১

বাঁশোকী ভূত

 বাঁশোকী ভূত

- সাকিব জামাল


ঘড়ির কাঁটা বারোটা ছুঁই ছুঁই! 

ফিরছি বাসায়, একা।

তিন রাস্তার মোড়ে, কটকট শব্দ, 

নুয়ে পড়ে বাঁশঝাড়, বাঁকা।

ডিঙিয়ে যেতে পারি না- 

সর্বত্র অদৃশ্য দেয়াল,

আড়ালে ভূতেরা হি হি করে, 

আমায় মারবার খেয়াল!

বাঁশের পর বাঁশ খেয়ে খেয়ে- 

আমি চিৎপটাং রাস্তায়,

বড় বড় বাঁশোকী ভূতেদের-

ভূ-রাজনৈতিক ধান্ধায়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন