শুক্রবার, ২ জুলাই, ২০২১

জীবন, জীবিকার দাস

 জীবন, জীবিকার দাস!

- সাকিব জামাল


দু'পায়ের গাড়ি,              থেমে নেই বাড়ি, 

          রাজপথে চলে জীবিকার চক্কর!

ভুলে সব ভয়,                যেমন হোক সময়, 

          ক্ষুধার কাছে তুচ্ছ মৃত্যুঘন প্রহর!



হাঙ্গার ইজ অলওয়েজ আনলকড।

হাঙ্গার ইজ... 

             অলওয়েজ আনলকড।



যত তর্ক ধরো,              জীবন, না জীবিকা বড়?

         ক্ষুধা থোড়াই কেয়ার করে বাহাস!

মাতৃগর্ভ থেকে শুরু         মহাকালের গর্ভ পর্যন্ত গুরু,

         জীবন্তমাত্রই জীবন, জীবিকার দাস!



বিলিভ ইট আদারওয়াইজ ইউ উইল বি শকড।

বিলিভ ইট আদারওয়াইজ... 

                              ইউ উইল বি শকড।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন