সাকিব জামাল-এর কবিতা, গান, প্রবন্ধ, কলাম, অনুবাদ ইত্যাদি সৃজনশীল কর্মকান্ডের সমাহার।
শ্রাবণ শিস্
- সাকিব জামাল
টানা সাতদিন ধরে বৃষ্টি আমার মনউঠোনে-
সা রে গা মা পা ধা নি।
এক যোগ এক, এক প্রেমসত্তায়-
নাঁচছে মাটি, ত্রিমোহনা জল।
নাঁচছে দম, আকাশ অতল।
হারমোনিয়ামে এখন,
যেখানেই স্পর্শ করবে তুমি-
সহজে বাজবে শ্রাবণ শিস্, অদ্ভুত সুন্দর!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন