সাকিব জামাল-এর কবিতা, গান, প্রবন্ধ, কলাম, অনুবাদ ইত্যাদি সৃজনশীল কর্মকান্ডের সমাহার।
কথাদেবী
- সাকিব জামাল
তোমার কন্ঠে বাজে তানসেনের সুর।
মেঘমাল্লা হয়ে আমি-
করি মাতাল ওড়াউড়ি।
পাড়ি দেই- তেপান্তরের মাঠ,
সাত সমুদ্দুর।
পাপড়ির ভাঁজে ভাঁজে বৃষ্টি হয়ে ঝরি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন