স্বপ্ন শিশির
- সাকিব জামাল
দিন যায়, স্বপ্নগুলো আমার,
বিন্দু বিন্দু শিশির হয়ে ঝরে পড়ে-
জীবনের সবুজ ঘাসপাতায়।
সূর্যের তাপে বেঁচে থাকার শক্তি হারিয়ে,
উড়ে যায় নাগালের বাইরে!
বার্ষিকগতির, এই সুখ, এই দুঃখ-
দোলাচালে মোড়ানো সময়ের পোশাকে,
মন ঋতু বদল করে, উল্লাসহীন!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন