নিঃসঙ্গ ডাহুকের গান
- সাকিব জামাল
নক্ষত্রদের মেলা এড়িয়ে
আমি হতে চাই, এক নিঃসঙ্গ ডাহুক!
জলসিক্ত মমতার মাটি স্বদেশ আমার,
শাপলা, কচুরিপানার সৌরভমাখা।
তোমরা অপছন্দ করো কবিতা?
তবে মেখে নাও নিয়নের রোশনাই-
অভিজাত শহরে, ইন্দ্রিয় গন্ধে অথবা গন্ধমে
ভালোবাসা তোমাদেরই হোক!
আমি? বিরহ শেকড়ে; কবি। ডেকে ডেকে
কন্ঠে ফোটাই রক্তরঙ-আপত্তিহীন!
----------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন