ও চাঁদ, লও নৈবেদ্য- এই দেহ!
- সাকিব জামাল
বসন্ত হাওয়ায় নিস্তব্ধ মধ্যরাতে হঠাৎ
ভেসে আসে পূর্ণ-জোছনাসমেত একখানা চাঁদ।
চিলেকোঠায় নৈসর্গিক নৈবেদ্য সাজাই আমার দেহ!
চুলবন্ধনী খুলে দেই
লম্বা দাড়িতে মাখি সুরভি
চোখে সুরমা লাগাই
অতঃপর গান ধরি,
আমি অপার হয়ে বসে আছি...
হয়তো লোভে, জেগে ওঠে কামনার ঘ্রাণ!
হারিয়ে যায় চাঁদ, সাঁইজি'র চাঁদ।
বিচলিত হয়ে পড়ি আমি, তবুও
বারো চান্দের ফজিলত খুঁজি- তোমার মাঝে!কবিতা:: ও চাঁদ, লও নৈবেদ্য- এই দেহ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন