শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

নান্দনিক কামনা

 নান্দনিক কামনা

- সাকিব জামাল


এক একটা ক্লান্ত বিকেল, ভালোবাসার উচ্ছাসে

হেটে হেটে চলে সন্ধ্যারঙের নেশায়

রাত্রির মায়ায় ঘোর প্রবণ।

কর্পোরেটাক্রান্ত দিনে- 

যান্ত্রিকতায় প্রেম ফ্যাকাশে, ক্লিশে!

দিনান্তে, পাখিদের নীড়ে ফেরার গানেই মাদকতা বেশি!

বিরহদগ্ধ চৈতালি ক্ষণে, এমন এক পশলা মাদকতা নিয়ে 

আমিও ফিরে ফিরে আসি- তোমার ঘরে।

পরানের গহীনে তখন মেঘ ডেকে যায়

অসীম আকাঙ্খায়, যদি একটু বৃষ্টি হয়- রাতে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন