শুক্রবার, ১ মার্চ, ২০২৪

টিএসসি থেকে আর কতদূরে যাবে তুমি?

 টিএসসি থেকে আর কতদূরে যাবে তুমি?

- সাকিব জামাল


গভীর রাত। বৃষ্টি নেমেছে। বসন্তের প্রথম বৃষ্টি।

আধো আধো ঘুম নিয়ে দু'চোখে বসে আছি।

বসে আছি কার অপেক্ষায় জানি না! 

জানি না, কেন বসে থাকি?

তবে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে!

বসন্তদিনের এক সন্ধ্যায় আমাদের কথা হয়েছিল। 

কথা হয়েছিল ফিলোসফি'র তুমুল আড্ডায়। 

হঠাৎ বৃষ্টি! হারিয়ে গেলাম আমরা জলের খেলায়!

বিতর্কের বাঁকে বাঁকে আমি আস্থা রেখেছিলাম

কসমিক রিলেশনশিপে!

মেটাভার্সের যেথায় থাকি, সাইকোলজিকালি যদি 

ভাবনা থাকে এক। দেখা হবে আমাদের! 

টিএসসি থেকে আর কতদূরে যাবে তুমি?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন