কবিতার বই কেনার বাজেট নেই!
- সাকিব জামাল
বসন্ত সন্ধ্যায়, হঠাৎ যখন মেঘ করে আকাশে
তীব্র বেদনায় ডুবে যাই! উড়ে বেড়াই আমি-
চাতক হয়ে শূণ্যতা ঘোঁচাবার সাধনায়!
বিজলীর আলোয় চলি পথ।
জলে জীবনানন্দ খুঁজি!
বদ নসিব! তৃষ্ণার্ত চাতকের গান
বোঝে না এ জামানার প্রেমিকার দল।
বোধহয়, ভালোবাসার সময়টুকু
হারিয়ে গেছে নব্বই দশকের শেষে!
বসন্ত আর বৃষ্টির গান ছিল প্রিয়তম ক্ষণ,
কবিতার বই কেনার বাজেট নেই, কারও এখন!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন