শনিবার, ৯ মার্চ, ২০২৪

আমি আউলা ঝাউলা বাউলা সংঘের লোক

আমি আউলা ঝাউলা বাউলা সংঘের লোক,

আমার জন্যে-

          তোমার পৃথিবীর

                    নিয়ম নীতি রহিত করা হোক!


আমি হেটে বেড়াবো 

           ঘুরে বেড়াবো 

                       কোন বাধা না-মেনে

আমি কথা কবো

         গান গাইবো

                     কোন সুর না-জেনে

এসব নিয়ে তোমার মনে অস্বস্তি যেন না-হোক!

আমি আউলা ঝাউলা বাউলা সংঘের লোক।।


আমি ভালোবাসবো

         বন্ধু হবো

                  কোন হিসেব না-করে

আমি জীবন চালাবো

            সময় কাটাবো

                  কোন দুঃখপ্রেমীর ঘরে

এসব নিয়ে তোমার মাথা ব্যথা যেন না-হোক!

আমি আউলা ঝাউলা বাউলা সংঘের লোক।।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন