শনিবার, ১১ মে, ২০২৪

দীর্ঘশ্বাস

 দীর্ঘশ্বাস

- সাকিব জামাল


পুড়ছে দেহ, পুড়ছে মন।

কী নিদারুণ উত্তাপ উৎসব সর্বত্র!

পুড়ছে জল

             বায়ু 

                  মাটি

স্বদেশ। পৃথিবীর দীর্ঘশ্বাসে-

প্রতিদিন উত্থিত হচ্ছে উষ্ণতার শিশ্ন! 

মায়াবী সবুজ খেকো বেপরোয়া সভ্যতায় 

চৌচির দিগন্ত শ্বসন জটিলতায় 

আক্রান্ত ভীষণ!

প্রেমহীনতার বিনিময়ে, দেখা যাক,

সইতে পারো কতো ডিগ্রি সেলসিয়াস?

মানুষের অথবা পৃথিবীর 

দীর্ঘশ্বাস কিন্তু সবসময়ই গরম!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন