বুধবার, ২২ মে, ২০২৪

এক কৃষ্ণ জনম

 এক কৃষ্ণ জনম

- সাকিব জামাল


আইও বৃষ্টি, আইও...

আইও রাইতের কালে,

এক দান লুডু খেলবার মনে লয়

প্রাণসই'র লগে!

যদি সাপের মুখে পড়ি

ভয় নাই;

আমিতো ফানা হতে চাই প্রেমে! 

আর যদি দেখা মেলে দ্রুত পথের মই,

বলবো সই, দান ফেরত; 

ঝড়ুক না বৃষ্টি আরও দীর্ঘক্ষণ!

এভাবে যাক না কেটে

এক কৃষ্ণ জনম!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন