বুধবার, ২২ মে, ২০২৪

বাবা

 বাবা

- সাকিব জামাল


বাবা আমার প্রাণের মানুষ 

মনের মানুষ 

এই না ভুবনে, 

বাবার মতো আপনজন 

হয় কোন জনে?



কতো দুঃখ কতো কষ্ট 

কতো ত্যাগের ফলে,

গড়ে দিলেন আমার জীবন

এই ধরা তলে। 

নিজের সুখের কথা তিনি

ভাবেন নাই মনে!

জানি না সেই বাবা আমার, 

কেমন আছেন ঐ দূর গগনে?

বাবার মতো আপনজন 

হয় কোন জনে।।



খোদার কাছে তাই মিনতি

ওগো রহমান, 

আমার বাবাকে দিও তুমি

জান্নাত ও সম্মান। 

সুখে রেখো

সুখে রেখো তাকে তুমি

পরকালের ক্ষণে।

বাবার মতো আপনজন 

হয় কোন জনে।।



(গানের কবিতা)

-------

দৈনিক বাংলাদেশের খবর এ প্রকাশিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন