সাকিব জামাল-এর কবিতা, গান, প্রবন্ধ, কলাম, অনুবাদ ইত্যাদি সৃজনশীল কর্মকান্ডের সমাহার।
ছায়ানীড়
- সাকিব জামাল
বিরহদগ্ধ তাপের আগুন থেকে বাঁচতে
তোমার মনে লাগতে চাই-
সবুজ বৃক্ষ প্রেমের!
একটু জায়গা দিও, প্রিয়।
তারপর, তোমার ছায়া
এবং ছায়ার মায়ায়
বৃক্ষ শেকড়ে বাধবো জীবন
শাশ্বত সুন্দর- বিরহহীন অনন্তকাল!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন