সাকিব জামাল-এর কবিতা, গান, প্রবন্ধ, কলাম, অনুবাদ ইত্যাদি সৃজনশীল কর্মকান্ডের সমাহার।
ধানপ্রেমের হাইকুগুচ্ছ
- সাকিব জামাল
ধানের ঘ্রাণে
চাষীর প্রেমে পড়ি
শহুরে প্রাণে!
কৃষক হাসে
ফসল প্রেমে তাই
কৃষ্ণাণী ভাসে!
নব লাঙল
উত্থিত জমি প্রেমে
গণ মঙ্গল!
উঠোনে ধান
স্বদেশ পরিবারে
প্রেমের গান!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন