বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০১৫

সহযাত্রী

আমি অবাক হই এই ভেবে যে
আমার চলার পথের সহযাত্রী সে তুমি
ক্ষণিকের তোমার সহযাত্রা আমাকে এ প্রার্থণায় করেছিল নিমগ্ন 
"‍শেষ নাহি হোক মোদের একসাথে পথচলা"
আমি আজও শুনি রিমঝিম বৃষ্টির সুর
পাশে অনুভব করি তোমায়
কল্পনায় ভেসে ওঠে তোমার প্রিয়মূখ
তোমার বাহুডোরে বাধা মোর বাহু
যেন বাধা পড়েছি আমি তোমাতে
মহাকালের ডাকও যেন ছিন্ন না করে মোদের
-প্রার্থণা করেছি আমি যতক্ষণ ছিলাম তোমার সাথে ।
হে প্রিয়া, তুমি ছিলে মোর স্বপ্ন মানবী
সহযাত্রী হিসেবে তোমায় পাব ভাবিনি কোনদিন
তবুও যেটুকু সময় তোমায় কাছে পেয়েছি
সেই অল্প-স্বল্প-সঙ্গ-গল্প
মোর জীবনের শ্রেষ্ঠ সময়
সহযাত্রী-সহযাত্রী হও মোর সারাক্ষণ-সারাজীবনের
কোথাও যেওনা রেখে মোরে
মোর অনন্ত যাত্রা বি‍নে ।

মেঘ-সূর্য খেলা

তোমার বিরহে
মন পবনে মোর
মেঘের ভেলা
হচ্ছে কালো থেকে
ঘন কালো ধীরে ধীরে
একাকি এ জিবনে
হবে শুরু ভীষণ বেগে
ঝড়ের খেলা
তোমার ফেরার বেলা
যদি না আসে ফিরে
যদি আসো ফিরে
ভালোবাসার সূর্য
উঠবে তবে হেসে
কেটে মেঘমালা
তোমার উপরই
নির্ভর হলো মোর
লুকোচুরির এই
মেঘ-সূর্য খেলা ।

চন্দ্রমূখী

সেদিন চাঁদ দেখিনু দাড়িয়ে বেলকুনিতে
আকাশে নয় কোন এক বাড়ীর ছাদে 
দৃষ্টি সঞ্চারণে মুগ্ধ হয়েছিনু
কিয়দক্ষণে পড়িনু প্রেমে
সে নবমালিকা কুসুমকোমলা' সনে ।
সেদিন থেকে চন্দ্রমূখী অন্তরে করিনু বাসা ।
কহিনু তাহারে একদিন পেয়ে পথের বাটে
কানের কাছে ফিসফিস করে-‍ হে দেবী
কেমনে করিনু পুজা তোমার, কোন জলে নিজেরে করিনু শুচি
চন্দ্রমূখী কহিল, রাম রাম লাজ শরমে মরি
তোমার বাবারে শুধাও গিয়ে, মোর পথ দাও ছাড়ি ।

সাকিব জামালের হাইকু - ১৩

বিরহী মন
মেঘ বেশে বাষ্পের
বৃষ্টি ক্রন্দন ।

যুগল পাখি

আমরা দুজন যুগল পাখি
একই রঙে স্বপ্ন আঁকি
ভালোবাসার রঙ তুলিতে ।
কতো শত কষ্ট সহি
ঝর বৃষ্টিতেও একই রহি
পারিনা প্রেম ভুলিতে ।

বুধবার, ২২ এপ্রিল, ২০১৫

কাল্পনিক অথবা স্বাপ্নিক

আওয়ামী লীগ এবং বিএনপি আয়োজিত
যৌথ গোলটেবিল বৈঠকে
স্বপ্নঘোরে শ্রোতা হয়ে গেলাম ।
বৈঠক শেষে দুই দলের মহাসচিবের
প্রাণবন্ত সংবাদ সংম্মেলনে
ভবিষ্যত বাংলাদেশের রূপরেখা খুঁজে পেলাম ।

শুনবেন নাকি তার বর্ণনা একটু খানিক
হোক তা কাল্পনিক অথবা স্বাপ্নিক !

" আমরা দুই দল আর কখনো হরতাল করবো না
দাবী আদায়ে একটি সংবাদ সম্মেলনই যথেষ্ট !
স্বাধীন বিচার বিভাগ, সুদক্ষ স্বচ্ছ প্রশাসন
মানবাধিকার এবং সুশাসন প্রতিষ্ঠায় থাকবো সর্বদা সচেষ্ট !
নেতারা কথা বলবো সংযত সুরে
থাকবো অহেতুক কাঁদা ছোড়াছুড়ি থেকে দূরে !
কর্মীদের মাঝে কোথাও হবেনা কোন সংঘর্ষ
সহমর্মিতায় কেটে যাবে সবার প্রতিক্ষন, প্রতিবর্ষ !
জনতার কল্যানে দুই দল থাকবো সদা সচেতন

আজ থেকে একই লক্ষ্য মোদের - শুধুই বাংলাদেশর উন্নয়ন ! "

বৈশাখের রাবণ !

ওহে বৈশাখের রাবণ
কি লাভ পেলে
করে সীতার বস্ত্রহরণ ?

এসেছিলো সে  ঘুরতে
ভালোবেসে  প্রিয় টিএসসি
ভালোবেসে নিজ সংস্কৃতি
তুই রাখলিনা তার সম্ভ্রম !

ওহে বৈশাখের রাবণ
একটু বলি খারাপ কথা
ভাবিস দিয়ে হৃদয় মন !

যদি শোন কোন একদিন
এ ঘটনারই মতন
নরপশুদের শিকার  প্রিয়জন

তখন কে শুনবে তোর মাতম !

বিশ্বাস করো সত‌্যি বলছি

সেই চর্যাপদ থেকে আজ অবধি
যত প্রেমের কবিতা লিখেছেন যত কবি
তার চেয়েও বেশি ভালোবাসি তোমায়
বিশ্বাস করো সত‌্যি বলছি আমি !

প্রাচীন কালের সেই একতারা দোতারা থেকে
আজকের আধুনিক সব বাদ্যযন্ত্রের চেয়েও বেশি
অনুরণন হয় যখন তোমার কথা শুনি
বিশ্বাস করো সত‌্যি বলছি আমি !

সিন্ধু সভ্যতা থেকে আজ অবধি
সব সাধকের আরাধনার চেয়েও বেশি
তুমিই আরাধ্য আমার কাছে প্রেয়সী

বিশ্বাস করো সত‌্যি বলছি আমি !

প্রশ্ন জাগে - উত্তর দাও

ধর্ম নিরপেক্ষতার নামে যারা কথার পসরা সাজায়
তারা কতোটা নিরপেক্ষ থাকে ধর্মের ব্যাপারে !
এ প্রশ্নই জাগে তাদের কৃতকর্মে
কই ? দেখিনাতো এই সব মহা মানবের দল
ইসলাম ধর্ম বাদে অন্য ধর্মের কোন সমালোচনা করে
সব দোষ কি তবে কেবলই ইসলাম ধর্মে !

প্রশ্ন জাগে - উত্তর দাও
ধর্ম নিরপেক্ষতা কি শুধুই ইসলাম বিদ্বেষী কর্মকান্ড ?
নাকি সহজ সরল ধর্মপ্রাণ মানুষের বিরুদ্ধে প্রপাগান্ডা ?
নাকি কৌশলে ইসলামকে ধ্বংসের ষড়যন্ত্র ?

স্বীকার করি -
আছে নানা কুসংস্কার মূসলীম অধ্যূষিত সমাজে
তবে সেগুলো ইসলাম ধর্মের নয় বরং  একান্তই সামাজিক
অজ্ঞতার কারনে অনেকেই তা ধর্মকর্ম ভাবে !
‍জেনে রেখো, ইসলাম ধর্মই কুসংস্কার মুক্ত এবং সর্বাধূনিক ।

আর অধিকারের প্রশ্নে -
ইসলাম ধর্মই সবার অধিকার করে স্বীকার
পরিপূর্ণ ভাবে নারী-পুরুষ সকলের
এমনকি অন্য ধর্মের লোকের সাথেও
করতে হবে উত্তম ব্যবহার - নিশ্চিত করে তার অধিকার ।

তাহলে -
সর্বোত্তম এ ধর্ম থাকতে কোন প্রয়োজনে
ধর্ম নিরপেক্ষতার নীতি করতে হবে প্রচলন
প্রশ্ন জাগে - উত্তর দাও
‍বিশ্বজুড়ে আছো যত বিজ্ঞজন ।

সোমবার, ৬ এপ্রিল, ২০১৫

আসুক না একটা কাল বৈশাখি

সবার প্রিয় শান্ত কবি
হঠাৎ উত্তেজিত হয়ে বললো আজ
আসুক না একটা কাল বৈশাখি 
পাল্টে দিতে এ ঘুনে ধরা সমাজ ।
আচমকা নতুন এক দমকা ঝড়ে
উড়ে যাক সব ঘুষখোর, দুর্নীতিবাজ
ভেঙ্গে চুড়ে চুড়মার হোক
কালোটাকা আর পেশীশক্তির রাজ ।
ঈশান কোনের মেঘ তব
আসুক নেমে আজ ভীষন করে
ধুয়ে মুছে যাক আছে যত অন্যায়, অবিচার ।
পবিত্র আত্মায় আজ নব জাগরণে
দিয়ে যাক নতুন স্বপ্ন বুনে
সমৃদ্ধি, সুশাসন আর পূর্ণ গণতান্ত্রিক বাংলার ।

রবিবার, ৫ এপ্রিল, ২০১৫

রাত্রিমাঝে উঠলো নেচে হৃদয়খানি

রাত্রিমাঝে উঠলো নেচে হৃদয়খানি
যখন টিনের চালে নুপুর পায়ে এসলো ‍নেমে বর্ষারানী
সুমধুর স্বপ্নময়ী ছন্দতালে
বাজলো মৃদু অঝরে তার ঝিরঝির সুরে ঘুংগুরখানি
মনটা হলো এলোমেলো যেন সে কৃষ্ণকালো ভ্রমর দুরন্তকুল শিরোমনি
উড়লো ছুটে অক্লান্তকর্মী কল্পলোকে
ছুঁয়ে ‍দিতে স্নিগ্ধ সজীব কোন রজনীগন্ধার প্রিয় বদনখানি
রাত্রিমাঝে উঠলো নেচে হৃদয়খানি ...

কারু কথা

অনেক দিন পরে হঠাৎ করে আজ
পড়লো মনে তোমার কথার কারুকাজ
কথায় কথায় প্রিয়ংবদা তুমি কততো
দেখাতে স্বপ্ন মোর মনের মাঝে নিয়ত নিত্য ।
ভ্রমর হয়ে ঘুরবো আমি তোমার মধুবনে
বাসবে ভালো হয়ে তুমি দুষ্ট চঞ্চল কনে
এমন কথা বলেই তুমি হাসতে খিলখিল
আজকে কেন সে কথার সাথে এতো গড়মিল ?
আরও বলতে তুমি, আসুক যত বাধা-বিপত্তি, ঝড়
কোন কিছু করতে পারবেনা মোদের কোনদিনও পর
এমন কথা বলেই তুমি জড়িয়ে ধরতে আমায়
সেসব দিনের কথাগুলো এখন‍ কি তোমায় ভাবায় ?
আজ তুমি কোথায় আছো আর আমিই বা কোথা
বুঝিনা কি কারনে করলে সৃষ্টি মোর জিবনে বিরহ বেদন প্রথা
ভাবি যখন তোমার-আমার অতীত দিনের কথোপকথনগুলো আজ
সে কি অবাক করা ছিলো তোমার কথার কারুকাজ !

প্রথম প্রহরের ডাক

প্রতিদিনের প্রথম প্রহর
ডেকে বলে হে মানব বন্ধু মোর -
আমি ইতোপূর্বে আসিনি কোনদিন
ভবিষ্যতেও আসবো না আর
রাখো তব মোর একটি অনুরোধ
করো এখনই মোর উত্তম ব্যবহার ।
আমি এখন বর্তমান প্রেক্ষিত
খানিক পরেই হবো অতীত
আসবে আবার উত্তরসুরী আমার
মোদের সকলের একই আহ্বান
এমন কিছু করো মোরে করে ব্যবহার
যাতে খুশি হন তোমার রহমান ।
ভালোকিছু করো, করো মানব কল্যাণ
মোর এ সময়টুকু করো অম্লান
তব এ আহ্বান রেখে আমি
কালের গহ্বরে হারিয়ে যাই
আজকের দিনটি শুভ হোক তোমার
ওহে মোর প্রিয় মানব ভাই !

বুধবার, ১ এপ্রিল, ২০১৫

এপ্রিল ফুলের কথা...

পহেলা এপ্রিল, আজ...
গ্রানাডার সেই নির্মমতার কথা
যখন মনে পড়ে
দু:খে ক্ষোভে হৃদয়ের ব্যাথা
অশ্রু হয়ে ঝরে ।
পহেলা এপ্রিল, ১৪৯২
খ্রিস্টান হায়েনাদের ঘৃণ্য ছলে
সরল মনের মুসলমান
মসজিদে ঢুকে, গেল বোকা বনে
আগুনে পুড়লো তাদের প্রাণ ।
পহেলা এপ্রিল, ১৪৯২ 
ফা‍র্দিনান্দ - ইসাবেলার হাত 
হলো মুসলমানদের রক্তে রঞ্জিত
স্পেনের বুকে এসেছিলো নেমে
মুসলিম শাসনের সূর্যাস্ত ।
পহেলা এপ্রিল, আজ...
কাউকে বানিওনা বোকা
করোনা পালন 'এপ্রিল ফুল'
" ধোঁকাবাজ আমার উম্মত নয় "
বলেছেন মোদের রাসূল (সা:) ।