বুধবার, ২২ এপ্রিল, ২০১৫

বৈশাখের রাবণ !

ওহে বৈশাখের রাবণ
কি লাভ পেলে
করে সীতার বস্ত্রহরণ ?

এসেছিলো সে  ঘুরতে
ভালোবেসে  প্রিয় টিএসসি
ভালোবেসে নিজ সংস্কৃতি
তুই রাখলিনা তার সম্ভ্রম !

ওহে বৈশাখের রাবণ
একটু বলি খারাপ কথা
ভাবিস দিয়ে হৃদয় মন !

যদি শোন কোন একদিন
এ ঘটনারই মতন
নরপশুদের শিকার  প্রিয়জন

তখন কে শুনবে তোর মাতম !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন