বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০১৫

যুগল পাখি

আমরা দুজন যুগল পাখি
একই রঙে স্বপ্ন আঁকি
ভালোবাসার রঙ তুলিতে ।
কতো শত কষ্ট সহি
ঝর বৃষ্টিতেও একই রহি
পারিনা প্রেম ভুলিতে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন