সেই চর্যাপদ থেকে
আজ অবধি
যত প্রেমের কবিতা
লিখেছেন যত কবি
তার চেয়েও বেশি
ভালোবাসি তোমায়
বিশ্বাস করো সত্যি
বলছি আমি !
প্রাচীন কালের সেই
একতারা দোতারা থেকে
আজকের আধুনিক সব
বাদ্যযন্ত্রের চেয়েও বেশি
অনুরণন হয় যখন
তোমার কথা শুনি
বিশ্বাস করো সত্যি
বলছি আমি !
সিন্ধু সভ্যতা
থেকে আজ অবধি
সব সাধকের
আরাধনার চেয়েও বেশি
তুমিই আরাধ্য
আমার কাছে প্রেয়সী
বিশ্বাস করো সত্যি
বলছি আমি !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন