রবিবার, ৫ এপ্রিল, ২০১৫

রাত্রিমাঝে উঠলো নেচে হৃদয়খানি

রাত্রিমাঝে উঠলো নেচে হৃদয়খানি
যখন টিনের চালে নুপুর পায়ে এসলো ‍নেমে বর্ষারানী
সুমধুর স্বপ্নময়ী ছন্দতালে
বাজলো মৃদু অঝরে তার ঝিরঝির সুরে ঘুংগুরখানি
মনটা হলো এলোমেলো যেন সে কৃষ্ণকালো ভ্রমর দুরন্তকুল শিরোমনি
উড়লো ছুটে অক্লান্তকর্মী কল্পলোকে
ছুঁয়ে ‍দিতে স্নিগ্ধ সজীব কোন রজনীগন্ধার প্রিয় বদনখানি
রাত্রিমাঝে উঠলো নেচে হৃদয়খানি ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন