বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০১৫

মেঘ-সূর্য খেলা

তোমার বিরহে
মন পবনে মোর
মেঘের ভেলা
হচ্ছে কালো থেকে
ঘন কালো ধীরে ধীরে
একাকি এ জিবনে
হবে শুরু ভীষণ বেগে
ঝড়ের খেলা
তোমার ফেরার বেলা
যদি না আসে ফিরে
যদি আসো ফিরে
ভালোবাসার সূর্য
উঠবে তবে হেসে
কেটে মেঘমালা
তোমার উপরই
নির্ভর হলো মোর
লুকোচুরির এই
মেঘ-সূর্য খেলা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন