আওয়ামী লীগ এবং
বিএনপি আয়োজিত
যৌথ গোলটেবিল
বৈঠকে
স্বপ্নঘোরে
শ্রোতা হয়ে গেলাম ।
বৈঠক শেষে দুই
দলের মহাসচিবের
প্রাণবন্ত সংবাদ
সংম্মেলনে
ভবিষ্যত
বাংলাদেশের রূপরেখা খুঁজে পেলাম ।
শুনবেন নাকি তার
বর্ণনা একটু খানিক
হোক তা কাল্পনিক
অথবা স্বাপ্নিক !
" আমরা দুই দল আর
কখনো হরতাল করবো না
দাবী আদায়ে একটি
সংবাদ সম্মেলনই যথেষ্ট !
স্বাধীন বিচার
বিভাগ, সুদক্ষ স্বচ্ছ
প্রশাসন
মানবাধিকার এবং
সুশাসন প্রতিষ্ঠায় থাকবো সর্বদা সচেষ্ট !
নেতারা কথা বলবো
সংযত সুরে
থাকবো অহেতুক
কাঁদা ছোড়াছুড়ি থেকে দূরে !
কর্মীদের মাঝে
কোথাও হবেনা কোন সংঘর্ষ
সহমর্মিতায় কেটে
যাবে সবার প্রতিক্ষন, প্রতিবর্ষ !
জনতার কল্যানে
দুই দল থাকবো সদা সচেতন
আজ থেকে একই
লক্ষ্য মোদের - শুধুই বাংলাদেশর উন্নয়ন ! "
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন