সোমবার, ৬ এপ্রিল, ২০১৫

আসুক না একটা কাল বৈশাখি

সবার প্রিয় শান্ত কবি
হঠাৎ উত্তেজিত হয়ে বললো আজ
আসুক না একটা কাল বৈশাখি 
পাল্টে দিতে এ ঘুনে ধরা সমাজ ।
আচমকা নতুন এক দমকা ঝড়ে
উড়ে যাক সব ঘুষখোর, দুর্নীতিবাজ
ভেঙ্গে চুড়ে চুড়মার হোক
কালোটাকা আর পেশীশক্তির রাজ ।
ঈশান কোনের মেঘ তব
আসুক নেমে আজ ভীষন করে
ধুয়ে মুছে যাক আছে যত অন্যায়, অবিচার ।
পবিত্র আত্মায় আজ নব জাগরণে
দিয়ে যাক নতুন স্বপ্ন বুনে
সমৃদ্ধি, সুশাসন আর পূর্ণ গণতান্ত্রিক বাংলার ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন