বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮

বোকা প্রেমিক

বোকা প্রেমিক

সাকিব জামাল

বিভ্রান্তিকর মাংসাশী নৃত্যে বেকুব ভ্রমর ভেবেছিলো,
ফুলের পাপড়ি যুগলে অনায়াসে প্রবেশ করবে তার জিভ-
পাবে ঠোটে ঠোটে ছোঁয়া!
বোকা প্রেমিক জানে না- মোড়কে অন্ধকার বিষ,
জানে না, দুই বৈদ্যুতিক তারের মাঝ পথ দিয়ে পাড়ি দেবার বাসনায়-
কতো বাদুড় মৃত্যুমুখী হয় ।

জানে না বোকা প্রেমিক, নগ্নতায়: নাগিনীর বাস!
সদা দৃশ্যমান নাভীশৃঙ্গ: মৃত্যুকুপ!
উজ্বলরূপ আগ্নেয়গিরি ত্বক: দৃষ্টি হরণকারী!

নীতিহীনতা সর্বত্র- ফুলেল পৃথিবী এখন নগ্নালয়!
লোভাতুর মাছি ভনভন করে । চলে- বাজারিদের পুজি-রুজির পাঠ উৎসব ।
বোকা প্রেমিক, জৈবিক প্রেম ক্ষ্যান্ত দাও! ক্ষ্যান্ত দাও বৈষয়িক পুজির লোভ!

করো জঙ্গলে জঙ্গলে সুশীল পাখি হয়ে 'মানবিক' কলরব ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন