সোমবার, ৯ জুলাই, ২০১৮

তুমি অন্তত গোলাপের প্রেমে পড়

এই সময়ে তুমি ঘুমাতে পারো না, দেবী-
যখন তোমাকে নিরলস খুঁজে বেড়াই আমি ।
আমি কৃষ্ণচুড়ার প্রেমে পড়ি বারবার,
তুমি অন্তত গোলাপের প্রেমে পড় !
আমি সাজাই চেতনার রঙ ঐ কৃষ্ণচুড়ার লাল আভায়-
বায়ান্ন : যেখান শুরু যে মুক্তবাকের সংগ্রাম ।
তুমি নয়নে নয়ন রাখো - সমতার দৃষ্টিতে,
হাতে হাত ধরো, কদমে মিলাও কদম - প্রেরণা সৃষ্টিতে,
প্রগতির পথে মানব একা সৈনিক হতে পারে না !
মানবীকেও সহযাত্রী হতে হয় -
আমি কৃষ্ণচুড়ার প্রেমে পড়ি বারবার,
তুমি অন্তত গোলাপের প্রেমে পড় - 
আমার সাথে - অন্দরমহল থেকে রাজপথে ।
মুক্তবাক এবং প্রগতির অব্যাহত যাত্রা চলুক- সমতা ভালোবেসে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন