বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮

তার চেয়ে বরং উত্তম কবিতা

যখন চলে "দু-মুঠো ভাত" সন্ধানের জীবন-মরন যুদ্ধ, 
তখন প্রেমের কবিতা নিপাত যায়, অনিচ্ছায় হয় বাকরুদ্ধ ।
তখন রাত-দিন একাকার হয় : 
সোনালী সূর্যের আভা আবেগ জাগায় না- 
অথবা রাতের চাঁদের জোছনা স্নিগ্ধ ছোঁয়া দেয়না !
ক্ষুদার যন্ত্রনার করুন রাগিনীময়- পৃথিবীর সমস্ত সময় !

মজলুমের জীবনে আবার প্রেম? প্রেমের কবিতা-
নিছক সময় অপচয়!
তার চেয়ে বরং উত্তম কবিতা- 
রাজপথে ধ্বস্তাধস্তি করে জারী করা সমতার সমন,অধিকার আদায়ের যুদ্ধ যুদ্ধ খেলা !
তার চেয়ে বরং উত্তম কবিতা-  
দুর্দশার জীবনে চক্রময় কক্ষপথের চারপাশের শোষকের, ক্ষুদার রুঢ় প্ররিভ্রমন অক্ষ ভেঙে ফেলা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন