সন্ধ্যায়, সব একলা পাখির মন চায়-
যুগল সমেত সে ফিরবে নীড়ে,
উদাহরনের অভাব নেই! কতো তরী ডুবে যায়-
প্রায় পৌঁছে তীরে!

আশাহত মন । তবু অপেক্ষার চোখে হালকা হালকা ঘুমে-
কেটে যায় এপাশ ওপাশ করা রাত! 
ক্ষুধিত দেহকে উদিত সূর্য বলে আলোকধারায় চুমে-
নামো কর্মব্যস্ত দুনিয়ার মাঠে- বিরহে ডুবে থাকার উপায় নেই, হয়েছে প্রভাত!

একলা পাখি ডানা ঝাপটায়- ভাবে মনে,
দুজনে কতো সময় কেটেছে স্বপ্নমাখা ফুলবনে!
কতো গেয়েছে ভালোবাসার গান মিলনের সুরে-
এখন দেখা হয়না ! কোন ভাঙনে ঝড়ে সখী বন্দি অন্যঘরে- কোন অজানা দূরে?

তবুও মন পোড়ে । তবুও মনে পড়ে । ব্যস্ততায় কিংবা অবসরে, কোলাহল কিংবা নির্জনতার ভীড়ে-
সব একলা পাখিরই মন চায়- যুগল সমেত সে ফিরবে নীড়ে!