সবাই জেনে রাখো -
হয়তো একদিন অন্ধকারে ডুবে যাবে পৃথিবীর সমস্ত!
তখনও জেগে থাকবে সৈনিকের মতো সব "সত্যবাক্য" কারো না কারো কবিতায়।
কারন, কবিতায় "মিথ্যা" না দুরস্ত ।
হয়তো একদিন অন্ধকারে ডুবে যাবে পৃথিবীর সমস্ত!
তখনও জেগে থাকবে সৈনিকের মতো সব "সত্যবাক্য" কারো না কারো কবিতায়।
কারন, কবিতায় "মিথ্যা" না দুরস্ত ।
কবিতা নির্মোহ, কবি নয় !
যারা কন্ঠ হারায়, কবিত্ব হারায় - তাদের কবিতায় মিথ্যা অনুপ্রবেশ করে,
তবে সে কবিতা কালোত্তীর্ণ হয়না ।
কবিও হারায়, কবিতাও হারায় ।
যারা কন্ঠ হারায়, কবিত্ব হারায় - তাদের কবিতায় মিথ্যা অনুপ্রবেশ করে,
তবে সে কবিতা কালোত্তীর্ণ হয়না ।
কবিও হারায়, কবিতাও হারায় ।
কেবল টিকে থাকে-
"সত্যবাক্য" কারো না কারো কবিতায়!
চিরঞ্জীব কবিতা : সত্যের বাহক ।
আর সে কবিতার কবিই সত্যের সাধক ।
"সত্যবাক্য" কারো না কারো কবিতায়!
চিরঞ্জীব কবিতা : সত্যের বাহক ।
আর সে কবিতার কবিই সত্যের সাধক ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন