ইদানিং-
চোখে একটু কম দেখছি,
কানেও একটু কম শুনছি,
কন্ঠস্বরের তীব্রতা সেও কেমেছে,
বোধহয় সুশীল হতে চলেছি!
চোখে একটু কম দেখছি,
কানেও একটু কম শুনছি,
কন্ঠস্বরের তীব্রতা সেও কেমেছে,
বোধহয় সুশীল হতে চলেছি!
আমজনতার স্বার্থসংশ্লিষ্ট চিন্তা ভাবনার বিবেক-
অবশ অবশ লাগে ।
আইএমএফ, বিশ্বব্যাংকের স্বার্থের চিন্তায়-
মনটা হঠাৎ হুংকার দিয়ে জাগে ।
পরাশক্তিদের কাছে -
সানন্দে অবনত হয়ে যাচ্ছে মস্তক ।
এ দেশের কিচ্ছু হবেনা-
গবেষণার বীনার সুরে শুধুই বাজে এই সপ্তক ।
অবশ অবশ লাগে ।
আইএমএফ, বিশ্বব্যাংকের স্বার্থের চিন্তায়-
মনটা হঠাৎ হুংকার দিয়ে জাগে ।
পরাশক্তিদের কাছে -
সানন্দে অবনত হয়ে যাচ্ছে মস্তক ।
এ দেশের কিচ্ছু হবেনা-
গবেষণার বীনার সুরে শুধুই বাজে এই সপ্তক ।
বোধহয় সুশীল হতে চলেছি!
মা-মাটি-মানুষ ভুলে, বিশ্ব নাগরিক হতে চলেছি!!
মা-মাটি-মানুষ ভুলে, বিশ্ব নাগরিক হতে চলেছি!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন