ইদানিং-
চোখে একটু কম দেখছি,
কানেও একটু কম শুনছি,
কন্ঠস্বরের তীব্রতা সেও কেমেছে, 
বোধহয় সুশীল হতে চলেছি!

আমজনতার স্বার্থসংশ্লিষ্ট চিন্তা ভাবনার বিবেক-
অবশ অবশ লাগে ।
আইএমএফ, বিশ্বব্যাংকের স্বার্থের চিন্তায়-
মনটা হঠাৎ হুংকার দিয়ে জাগে ।
পরাশক্তিদের কাছে -
সানন্দে অবনত হয়ে যাচ্ছে মস্তক ।
এ দেশের কিচ্ছু হবেনা-
গবেষণার বীনার সুরে শুধুই বাজে এই সপ্তক ।

বোধহয় সুশীল হতে চলেছি!
মা-মাটি-মানুষ ভুলে, বিশ্ব নাগরিক হতে চলেছি!!