সেই ছোট্টবেলা থেকে-
মেঘবালিকার বহু গল্প শুনেছি ।
দেখতে কেমন?
কৃষ্ণকলি -লালটিপ পড়া হয়তো হবে,
নুপুর পড়ে ঘুঙুর বাজায় যখন মন মাতে,
খুশিতে আলোক আভায় স্বর্নালী ঝুমকা দোলে,
আবার কষ্ট পেলে অভিমানে স্বচ্ছ জলের ফোটা ফেলে!"
আইনসিদ্ধ প্রেমে পড়ার বয়সে এসে,
হারিয়ে যাওয়া ছেলেবেলার বন্ধুতার খোঁজে-
ছুটে চলে মন মেঘমল্লিকা বনে!
উড়ন্ত পবন, দুরন্ত মন-
প্রতিজ্ঞাবদ্ধ ছুটে চলতে মেঘবালিকাকে খুঁজে না পাবে যতক্ষণ!
কদমফুল ফোঁটার পরে তাই এক বাদল দিনে-
ইচ্ছে হলো অভিকর্ষজ ত্বরণের টান ছিড়ে,
ধীরে ধীরে উঠি ঘুড়ির মতন- যতদূর পারা যায়!
কথা হলো- খন্ড খন্ড মেঘমল্লিকা বনের সব মেঘফুলের সাথে,
"আমার মেঘবালিকা কই?"
রহস্যময়ী হাসি সবার মূখে!
হঠাৎ বিজলীর চমকে- শব্দধ্বনি, আমি কেঁপে উঠি!
ঘুম ভেঙে যায়।
আজও জানিনা আমি- আমার মেঘবালিকা কোথায়!
তোমরা কেউ কি জানো?
নিরুত্তর থেকো না! যদিও আমি জানি-
"সব প্রতিজ্ঞা পুরণ হয়না- এক জনমে!"
মেঘবালিকার বহু গল্প শুনেছি ।
দেখতে কেমন?
কৃষ্ণকলি -লালটিপ পড়া হয়তো হবে,
নুপুর পড়ে ঘুঙুর বাজায় যখন মন মাতে,
খুশিতে আলোক আভায় স্বর্নালী ঝুমকা দোলে,
আবার কষ্ট পেলে অভিমানে স্বচ্ছ জলের ফোটা ফেলে!"
আইনসিদ্ধ প্রেমে পড়ার বয়সে এসে,
হারিয়ে যাওয়া ছেলেবেলার বন্ধুতার খোঁজে-
ছুটে চলে মন মেঘমল্লিকা বনে!
উড়ন্ত পবন, দুরন্ত মন-
প্রতিজ্ঞাবদ্ধ ছুটে চলতে মেঘবালিকাকে খুঁজে না পাবে যতক্ষণ!
কদমফুল ফোঁটার পরে তাই এক বাদল দিনে-
ইচ্ছে হলো অভিকর্ষজ ত্বরণের টান ছিড়ে,
ধীরে ধীরে উঠি ঘুড়ির মতন- যতদূর পারা যায়!
কথা হলো- খন্ড খন্ড মেঘমল্লিকা বনের সব মেঘফুলের সাথে,
"আমার মেঘবালিকা কই?"
রহস্যময়ী হাসি সবার মূখে!
হঠাৎ বিজলীর চমকে- শব্দধ্বনি, আমি কেঁপে উঠি!
ঘুম ভেঙে যায়।
আজও জানিনা আমি- আমার মেঘবালিকা কোথায়!
তোমরা কেউ কি জানো?
নিরুত্তর থেকো না! যদিও আমি জানি-
"সব প্রতিজ্ঞা পুরণ হয়না- এক জনমে!"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন