মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯

দ্রোহ প্রেম

যখন দ্রোহের প্রেমে পড়ে মন। মনে বয়ে চলে এলোমেলো পবন। পবনে কালোমেঘের ভাসান প্রস্তুত। চলে বিরামহীন দুরন্তপনা। মেঘে মেঘে ঘর্ষণ। বিদ্যুত চমকে হয় আলো উৎপাদন। সে আলোয়- আলোকিত হয় ভুবন। অন্ধকার পালিয়ে যায়! মেঘেদের কান্নার জলে কষ্ট পেতে নেই- পৃথিবী পরিচ্ছন্ন হোক। হোক নীল আকাশ। বয়ে চলুক ভয়হীন বাতাস। সবুজ হোক, সতেজ হোক মানবজমিন। একমাত্র দ্রোহই- অন্ধকার তাড়াতে পারে!
তুমিও তাই দ্রোহ প্রেমে পড়ো।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন