আপনার সমাজকে টিকা দিন- মানবিক টিকা।
আমি কারও ধার ধারি না- এ কথা কখনো চলে নি, এখনও চলে না,
এই পৃথিবীর বুকে মানুষ একলা থাকতে পারে না, পারে না!
সমাজে পচন ধরলে তাই-
আমরা মানুষেরা মরে যাই।
অমানুষ জেগে ওঠে, সংক্রমিত রোগের মত অন্য মানুষকে অমানুষ করে-
ছড়িয়ে পড়ে মহামারির ন্যায়,
ঘটে যাওয়া, রটে যাওয়া অমানবিকতার বিস্তার রোধে-
প্রতিকারের চেয়ে খুঁজুন প্রতিরোধের উপায়।
এখনই, আপনার সমাজকে টিকা দিন- মানিবক টিকা।
মনে রাখবেন- আপনি কিন্তু সমাজের বাইরে নয়!
এই টিকাদান কর্মসূচীর শুরু যেন নিজেকে দিয়েই হয়।
আমি কারও ধার ধারি না- এ কথা কখনো চলে নি, এখনও চলে না,
এই পৃথিবীর বুকে মানুষ একলা থাকতে পারে না, পারে না!
সমাজে পচন ধরলে তাই-
আমরা মানুষেরা মরে যাই।
অমানুষ জেগে ওঠে, সংক্রমিত রোগের মত অন্য মানুষকে অমানুষ করে-
ছড়িয়ে পড়ে মহামারির ন্যায়,
ঘটে যাওয়া, রটে যাওয়া অমানবিকতার বিস্তার রোধে-
প্রতিকারের চেয়ে খুঁজুন প্রতিরোধের উপায়।
এখনই, আপনার সমাজকে টিকা দিন- মানিবক টিকা।
মনে রাখবেন- আপনি কিন্তু সমাজের বাইরে নয়!
এই টিকাদান কর্মসূচীর শুরু যেন নিজেকে দিয়েই হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন