রবিবার, ৭ জুলাই, ২০১৯

রোল কল

পৃথিবীর পাঠশালায়-
বিবেক মাস্টার রোল কল করছেন-
প্রাণী শ্রেণীর উপস্থিতির খাতায়।
দলে দলে প্রত্যেক প্রাণী সমস্বরে উপস্থিতির জানান দেয়,
গাধা?
- উপস্থিত স্যার।
বানর?
- উপস্থিত স্যার।
শকুন?
- উপস্থিত স্যার।
হায়েনা?
- উপস্থিত স্যার।
ইত্যাদি ইত্যাদি... সবশেষের রোল কল করলেন-
মানুষ?
-উপস্থিত স্যার।
বিবেক মাস্টার হলেন অবাক-
মানুষের উপস্থিতি কমেছে, অন্যদের বেড়েছে- 
অন্যরা তাই বেশি সবাক!
ভাবনায় পড়ে মাস্টার মশাই-
চোখ রাঙিয়ে বললেন- 
মানুষের উপস্থিতি কম কেন জানতে চাই?

তখন কিছু গাধা বললো- আমরা আগে মানুষ ছিলাম!
তখন কিছু বানর বললো- আমরা আগে মানুষ ছিলাম!
তখন কিছু শকুন বললো- আমরা আগে মানুষ ছিলাম!
তখন কিছু হায়েনা বললো- আমরা আগে মানুষ ছিলাম!
আমাদের এই দশা- পেয়ে পেয়ে বিবেক, বুদ্ধি লোপ!
জনসংখ্যা বাড়লেও তাই কমেছে মানুষের সংখ্যা- আশংকাজনক!

মাস্টার মশাই চিন্তায় ভীষণ গালে দিয়ে হাত,
ভাবেন বসে, চলে যদি এমন উল্টো বিবর্তন,
ইউনেস্কোর বিলুপ্তপ্রায় প্রাণীর তালিকায়- 
মানুষের নাম না জানি ওঠে কখন!
"আবার তোরা মানুষ হ" এই বলে- বিবেক মাস্টার,
রোল কল সমাপ্ত করলেন আজকের মত পৃথিবীর পাঠশালার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন