"ঢাকা বিশ্ববিদ্যালয়"- একটি দেশের সমান!
অবাক হলেন? আছে ইতিহাসে প্রমাণ!
বঙ্গভঙ্গ হলো, একটি বাংলা ভেঙে হলো দুটি দেশ-
বাধলো বিবাদ, দ্বন্দ্ব ভীষণ- নিয়ন্ত্রণ হলো কঠিন বেশ,
তখন ব্রিটিশ শাসক দল-
বঙ্গভঙ্গ রদ করার করলো আরেক ছল,
দুই বাংলাকে ফের এক করা হবে-
পূর্ববঙ্গের তোরা কি চাস্ বল্ তবে!
শিক্ষাই জাতির মেরুদন্ড, জাতি গঠনে তাই-
পূর্ববঙ্গের নেতারা বললেন- বিশ্ববিদ্যালয় চাই।
জন্ম নিলো "ঢাকা বিশ্ববিদ্যালয়", অনেক কষ্টের ফসল,
একটি দেশের জন্মের সমান ছিলো সেসব ধকল!
বলেছি তাই- ঢাকা বিশ্ববিদ্যালয় একটি দেশের সমান!
সেই থেকে আজ অবধি রেখেছে তার স্বাক্ষর-প্রমাণ!
ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র প্রতিষ্ঠায়-
স্বর্নাক্ষরে নাম লিখিয়েছি ইতিহাসের পাতায়, পাতায়।
জ্ঞানী-গুণীজন সৃষ্টি হয়েছে এখান থেকে কতো শত,
জাতির সেবায়, দেশের সেবায় থেকেছে অবিরত।
এখনও সেরা এই বিদ্যাপীঠ- বাঙালি জাতির অহংকার,
বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাড়ানোর- সেরা অলংকার।
মাঝেমাঝে বিপথে বিচ্যুতি কমবেশি সবার থাকে!
সাজে খুব কি বকা-ঝকা এনিয়ে প্রিয় প্রতিষ্ঠানটাকে?
ঐতিহ্য, সম্মান, অবদানসকল থাকুক চির অমলিন,
বিতর্ক এড়িয়ে, জাতি গঠনে- এগিয়ে যাক প্রতিদিন।
সাফল্যের সোনালী ডানায়- নতুন নতুন পালক যুক্ত হোক বেশ,
ভালো থাকুক ঢাকা বিশ্ববিদ্যালয়, ভালো থাকুক বাংলাদেশ।
অবাক হলেন? আছে ইতিহাসে প্রমাণ!
বঙ্গভঙ্গ হলো, একটি বাংলা ভেঙে হলো দুটি দেশ-
বাধলো বিবাদ, দ্বন্দ্ব ভীষণ- নিয়ন্ত্রণ হলো কঠিন বেশ,
তখন ব্রিটিশ শাসক দল-
বঙ্গভঙ্গ রদ করার করলো আরেক ছল,
দুই বাংলাকে ফের এক করা হবে-
পূর্ববঙ্গের তোরা কি চাস্ বল্ তবে!
শিক্ষাই জাতির মেরুদন্ড, জাতি গঠনে তাই-
পূর্ববঙ্গের নেতারা বললেন- বিশ্ববিদ্যালয় চাই।
জন্ম নিলো "ঢাকা বিশ্ববিদ্যালয়", অনেক কষ্টের ফসল,
একটি দেশের জন্মের সমান ছিলো সেসব ধকল!
বলেছি তাই- ঢাকা বিশ্ববিদ্যালয় একটি দেশের সমান!
সেই থেকে আজ অবধি রেখেছে তার স্বাক্ষর-প্রমাণ!
ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র প্রতিষ্ঠায়-
স্বর্নাক্ষরে নাম লিখিয়েছি ইতিহাসের পাতায়, পাতায়।
জ্ঞানী-গুণীজন সৃষ্টি হয়েছে এখান থেকে কতো শত,
জাতির সেবায়, দেশের সেবায় থেকেছে অবিরত।
এখনও সেরা এই বিদ্যাপীঠ- বাঙালি জাতির অহংকার,
বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাড়ানোর- সেরা অলংকার।
মাঝেমাঝে বিপথে বিচ্যুতি কমবেশি সবার থাকে!
সাজে খুব কি বকা-ঝকা এনিয়ে প্রিয় প্রতিষ্ঠানটাকে?
ঐতিহ্য, সম্মান, অবদানসকল থাকুক চির অমলিন,
বিতর্ক এড়িয়ে, জাতি গঠনে- এগিয়ে যাক প্রতিদিন।
সাফল্যের সোনালী ডানায়- নতুন নতুন পালক যুক্ত হোক বেশ,
ভালো থাকুক ঢাকা বিশ্ববিদ্যালয়, ভালো থাকুক বাংলাদেশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন