সন্ধ্যেবেলায়- হঠাৎ আলোর চমক,
সারাদিন বসে বসে যে কামনার জল বাষ্প হয়েছিলো-
দীর্ঘকাল ধরে শুকনো হৃদয় ভেবেছিলো-
বৃষ্টি খেলবে আপনমনে, বিরামহীন নৃত্য সারারাত।
আপত্তি ছিলো না যদি বৃষ্টিতে হয় কর্দমাক্ত এই দেহ, এই মাটি- নিজের,
তবুও স্নেহের জাতক সৃষ্টি হোক ভালোবেসে সভ্যতা টিকিয়ে রাখা বীজের!
কিন্তু বিচ্ছিন্নতার বিরহ ঝড় ছেড়ে দিলো বাতাস,
উড়ে উড়ে ঘুরে গেলো মেঘের ভেলা । জমলো না প্রকৃতির খেলা-
রাতভর অপেক্ষা হলো বৃথা- বৃষ্টিহীন, সৃষ্টিহীন। জমলো জনমে কষ্টের মেলা!
সারাদিন বসে বসে যে কামনার জল বাষ্প হয়েছিলো-
দীর্ঘকাল ধরে শুকনো হৃদয় ভেবেছিলো-
বৃষ্টি খেলবে আপনমনে, বিরামহীন নৃত্য সারারাত।
আপত্তি ছিলো না যদি বৃষ্টিতে হয় কর্দমাক্ত এই দেহ, এই মাটি- নিজের,
তবুও স্নেহের জাতক সৃষ্টি হোক ভালোবেসে সভ্যতা টিকিয়ে রাখা বীজের!
কিন্তু বিচ্ছিন্নতার বিরহ ঝড় ছেড়ে দিলো বাতাস,
উড়ে উড়ে ঘুরে গেলো মেঘের ভেলা । জমলো না প্রকৃতির খেলা-
রাতভর অপেক্ষা হলো বৃথা- বৃষ্টিহীন, সৃষ্টিহীন। জমলো জনমে কষ্টের মেলা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন