ভাগ্যচাবি
- সাকিব জামাল
অনেক 'না-পাওয়া' আমার, অন্যের কারণে!
অথচ, গুণীজন বলেন, নিজের ভাগ্য নিজেই গড়া যায়।
এ কথায় আমি অনাস্থাই রাখি বেশি।
এক মানুষের ভাগ্যচাবি মাঝে মাঝে অন্য মানুষের-
হাতে চলে যায় বলে, যত সৃষ্টিঃ
তন্ত্র, মন্ত্র, সংঘ।
কৌশলী লোকেরা সেই চাবি দিয়ে খোলে-
তন্ত্রের তালা, মন্ত্রের মটকা, সংঘের সিন্দুক!
আর আমার মতো অধিকারহারার দল
তাদের পিছে পিছেই ঘোরা লাটিম, ভনভন!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন