শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

দুঃখকুঞ্জ

 দুঃখকুঞ্জ

- সাকিব জামাল


সুখের পথে দৌড়ে দেখি-

অন্তিমে তার দুঃখকুঞ্জ!

এই জীবনে, এই ঘরে, প্রবেশে- 

বহুমুখী দরজা আছে, 

বের হবার নেই পথ!

ইচ্ছে তুমি-

যে পথে চলো ভুবনডাঙার মাঠে,

প্রান্ত শেষে এখানেই থামে রথ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন