সাকিব জামাল-এর কবিতা, গান, প্রবন্ধ, কলাম, অনুবাদ ইত্যাদি সৃজনশীল কর্মকান্ডের সমাহার।
দুঃখকুঞ্জ
- সাকিব জামাল
সুখের পথে দৌড়ে দেখি-
অন্তিমে তার দুঃখকুঞ্জ!
এই জীবনে, এই ঘরে, প্রবেশে-
বহুমুখী দরজা আছে,
বের হবার নেই পথ!
ইচ্ছে তুমি-
যে পথে চলো ভুবনডাঙার মাঠে,
প্রান্ত শেষে এখানেই থামে রথ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন