শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

চাদর

 চাদর

- সাকিব জামাল


শীত, চাদরে-

দুটো গল্প এক হবার সময়।

ফুটে ওঠা জোড়াফুল,

ছোঁয়ায় ছোঁয়ায় স্বপ্ন বোনে, যুগল মনে।

জেনেটিক্স নতুন ভাষা খুঁজে পায়-

গায়ে গায়ে প্রাণের ওমে, 

ক্লান্তিহীন!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন