শনিবার, ২০ নভেম্বর, ২০২১

মেটাভার্স প্রেম

মেটাভার্স প্রেম
- সাকিব জামাল

ভালোবাসা, প্রায় গ্রীক মিথ এখন!
দিন দিন হারিয়ে যাচ্ছে- আধুনিকতার স্পর্শে।


হালের আফ্রোদিতিরা, 
আত্মাহীন ভাস্কর্যপ্রায়। মায়াহীন। 
বিলীন মায়া সভ্যতার মতো!
প্রেমিকদল, প্রত্নতাত্ত্বিক কবিতার পাতায়-
বেঁচে আছে কিছুটা প্রেম নিয়ে লাইফসাপোর্টে।
আইসিইউ প্রবেশপ্রার্থী বাকিরা। মেটাভার্স দুনিয়ায়-
রোমান্টিসিজম থ্রিডি কপিমাত্র- প্রাণহীন।
কিছুটা সময় বন্দি কেবল অ্যামোরাস নেশায়!


আসছে দিনে, ভালোবাসা হারিয়ে যাবার সাথে সাথে-
আমরাও হয়তো মিথ হবো, 
যারা মানব ছিলাম একসময়।
রোবটেরা হবে আমাদের সন্তান!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন