শনিবার, ২০ নভেম্বর, ২০২১

ওড়াউড়ি

 ওড়াউড়ি

- সাকিব জামাল


পাখিরা ঈর্ষান্বিত হবে বলে, আমি আকাশে উড়ি না!

ভাবতেই পারো, দেহে আমার ডানার অস্তিত্ব কোথায়?



(মাওলানা রুমি কীভাবে-

পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ, দিক-কাল অতিক্রম করে,

গ্রহ-নক্ষত্রে ঘুরে বেড়ান?)



মনের ভেতর মহাবিশ্ব রেখে, চোখ বন্ধ করে-

ওড়া যায়। ওড়া যায় ভীষণ-

যখন যেখানে ইচ্ছেখুশি। 

সমকালে এ ওড়াউড়ি নান্দনিক নয়!

মহাকালে, যখন আমাকে নিয়ে- 

পাখিদের ঈর্ষাহীনতার সময় আসবে,

বেড়াতে এসো তখন, আকাশে করবো ওড়াউড়ি উৎসব!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন