পিংক কালারের মায়া!
- সাকিব জামাল
আজ, সমুদ্র উড়াল দিয়েছে, অকার্যকর নীলছাতা!
ভিজছি টিপটিপ ভালোবাসায়...
বিরহের কালো কার্তিক শেষে,
একেলা শালিখের বাসায়-
হিম হিম অগ্রহায়ণে,
এতোদিন পরে ফুটেছে-
একটিমাত্র পিংক কালারের ফুল।
আনন্দকালঃ হাসছে, গাইছে, নাঁচছে...
আর আমাকে জড়িয়ে ধরেছে- বৃষ্টিভেজা মায়া!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন