সাকিব জামাল-এর কবিতা, গান, প্রবন্ধ, কলাম, অনুবাদ ইত্যাদি সৃজনশীল কর্মকান্ডের সমাহার।
একগুচ্ছ হাইকু
- সাকিব জামাল
১.
বুকে এখন,
ফাটা বাঙ্গির মতো-
কষ্ট লগন!
২.
চৈতালি দিনঃ
সিক্ত প্রেম হাওয়া,
বাষ্পে বিলীন!
৩.
শিমুলে রঙ,
দ্রোহ প্রেমিক খোঁজে-
হারানো ঢঙ!
৪.
ফাগুন শেষে,
কর্পুরে প্রেম মেশে-
দহন গ্রীষ্মে!
৫.
আউলা মন,
বসন্তেও বেদনা
নিত্য যখন!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন