সাকিব জামাল-এর কবিতা, গান, প্রবন্ধ, কলাম, অনুবাদ ইত্যাদি সৃজনশীল কর্মকান্ডের সমাহার।
পরিচয়পত্র
- সাকিব জামাল
টোকা! অতঃপর শব্দসুর...
বোঝা যায়, মাটির পাত্র
কতোটুকু ভালো তোমার!
গতি! অতঃপর শব্দসুর...
বোঝা যায়, ডপলার ইফেক্ট
কেমন দৌড় তোমার!
মুখের ভাষা, দেহের ভাষা,
এ দুটোই তোমার-
পরিচয়পত্র। যথেষ্ট!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন