শুক্রবার, ২০ মে, ২০২২

দুধশাদা রাতে...

 দুধশাদা রাতে...

- সাকিব জামাল


ইলশেগুঁড়ি বৃষ্টির মতো ঝরে পড়ছে মিহি জোছনা।

দুধশাদা চাঁদ, ফুল কুড়োনো স্বভাব জাগিয়ে তোলে আমার!

আলতো ছোঁয়ায়, কাঙ্খিত ফুল হাসে লজ্জাবতীর সাজে। 

তাঁকায় হংসমিথুন চোখে- অসীম প্রেমে।

আমি উচ্ছল হই- 

এক 'গৃহহারা' ধ্যানে!

ঘুরি সারারাত- 

আদিম জঙ্গলে!

পেয়ালাভরা জোছনার শরাব,

পান করে করে মাতাল থাকি- হাওয়ার ঘরে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন