খ অথবা প্রাক্তন
- সাকিব জামাল
খ, দিগন্ত ছাপিয়ে তোমার,
রাতের তুমুল অন্ধকারে ভেসে আসে
ফের রজনীগন্ধার সৌরভ। আমি কেঁপে উঠি-
প্রেম ফোবিয়ায়!
ঠিক, একলা পাখি যেমন উড়ে বেড়ায় তোমার বুকে,
একবার নীড় হারিয়েছে যে!
দূরে ডাল খুঁজে পেয়ে হুতোম প্যাঁচা ডাকে।
ভয়ে, তোমায় জড়িয়ে ধরতে চাই আমি!
যদিও রূপ রয়েছে তোমার-
এক আশ্চর্য আশ্রমের,
অথচ, শূন্যতার অসীম নদী!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন