সাকিব জামাল-এর কবিতা, গান, প্রবন্ধ, কলাম, অনুবাদ ইত্যাদি সৃজনশীল কর্মকান্ডের সমাহার।
রক্তজবা
- সাকিব জামাল
রক্তজবা আমায় দারুণভাবে ডাকে-
থরে থরে সাজানো দ্রোহ-লালের ভাঁজে!
কথা হলো, দুজনে একদিন-
এখনকার অস্থির সময় নিয়ে।
হেসে বলে, "এই জনমে-
দ্রোহই ভালো। দ্রোহই আলো।
জ্বলে ওঠো- চোখ জুড়ানো প্রেমে!"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন