সাকিব জামাল-এর কবিতা, গান, প্রবন্ধ, কলাম, অনুবাদ ইত্যাদি সৃজনশীল কর্মকান্ডের সমাহার।
অপেক্ষা
- সাকিব জামাল
বৃষ্টি হোক অথবা না-হোক!
তোমার অপেক্ষায়, প্রতিদিন, চাতক হয়ে যায়-
এই দু' চোখ!
ক্লান্তি নেই কোনো ভালোবাসার পথচলায়।
দুঃখ অথবা সুখ!
অন্তিমে, এই কপালে, যে ফুল-
ইচ্ছে ফুটুক!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন