শুক্রবার বিকেলবেলা এখন বৃথাই যায়!
হোক বৃষ্টিস্নাত বিকেল অথবা পড়ন্তবেলার মিষ্টি রোদ্দুরমাঁখা-
কোনকিছুতেই একলা পথিকের ঘোরাফেরা আনন্দ নেই-
বরং বাহুবন্দি হাতযুগলে কাটানো সময়টি হয় বন্ধনহীন প্রাণখোলা।
ভালোবেসে মনে মন বন্দি করা মানে-
দুঃখকে শিকল পড়িয়ে, সুখকে মুক্তবিহঙ্গ রূপদান,
সহযাত্রীসমেত শুক্রবারের বিকেলসময়ক্ষেত্র মরুভুমির বুকে ফুলেল উদ্যান।
সেসব দিন এখন বেদনার ইতিহাস!
এখন তুমিহীন আমি,
শুক্রবার বিকেলবেলা এখন বৃথাই যায়-
নিঃসঙ্গতায়, বড্ড নিঃসঙ্গতায় ।।
হোক বৃষ্টিস্নাত বিকেল অথবা পড়ন্তবেলার মিষ্টি রোদ্দুরমাঁখা-
কোনকিছুতেই একলা পথিকের ঘোরাফেরা আনন্দ নেই-
বরং বাহুবন্দি হাতযুগলে কাটানো সময়টি হয় বন্ধনহীন প্রাণখোলা।
ভালোবেসে মনে মন বন্দি করা মানে-
দুঃখকে শিকল পড়িয়ে, সুখকে মুক্তবিহঙ্গ রূপদান,
সহযাত্রীসমেত শুক্রবারের বিকেলসময়ক্ষেত্র মরুভুমির বুকে ফুলেল উদ্যান।
সেসব দিন এখন বেদনার ইতিহাস!
এখন তুমিহীন আমি,
শুক্রবার বিকেলবেলা এখন বৃথাই যায়-
নিঃসঙ্গতায়, বড্ড নিঃসঙ্গতায় ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন