তোমার চোখ যখন কথা বলে-
আমার হৃদয় দিয়ে শুনি!
ভেবোনা, আমি ফকির, দরবেশ অথবা ঋষি, মুণি-
প্রেমিকমাত্র!
শুধু তাই নয়-
অজান খবর জানতে হয়- প্রেমিকদের, আমি জানি!

মনের লাল-নীল সব খবর চোখে প্রকাশ।
প্রেমিকমাত্র বুঝতে হয়- ভ্রমর হয়ে ছুটোছুটির পূর্বে-
ফুলের ভাঁজে ভাঁজে লুকায়িত আবেদনপত্র!
কি লেখা? কাছে আসবার গান,
নাকি দুরত্ব বজায় রাখার আহ্বান!

অঙ্গভঙ্গিই গোপন প্রেমের প্রকাশিত ভাষা!